৯৮.
مَن كَانَ عَدُوًّۭا لِّلَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبْرِيلَ وَمِيكَـٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوٌّۭ لِّلْكَـٰفِرِينَ

যে কেউ আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর রাসূলগণ, জিবরীল ও মীকাঈলের শত্রু হয়, সে জেনে রাখুক—আল্লাহও কাফেরদের শত্রু।

৯৯.
وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكَ ءَايَـٰتٍۢ بَيِّنَـٰتٍۢ ۚ وَمَا يَكْفُرُ بِهَآ إِلَّا ٱلْفَـٰسِقُونَ

আমি তোমার প্রতি স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি। আর ফাসিক ব্যতীত কেউ তা অস্বীকার করে না।

১০০.
أَوَكُلَّمَا عَـٰهَدُوا۟ عَهْدًۭا نَّبَذَهُۥ فَرِيقٌۭ مِّنْهُم ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ

তবে কি যখনই তারা কোনো অঙ্গীকার করে, তাদের একটি দল তা ছুঁড়ে ফেলে দেয়? বরং তাদের অধিকাংশই ঈমান আনে না।

-- সুরা আল-বাকারা (আয়াত ৯৮-১০০ )