6 ш ·перевести

মহাকাশে এবার ছুটি কাটানোর সুযোগ!
ভাবতে পারো? কয়েক বছরের মধ্যে তুমি চাইলেই থাকতে পারবে এমন হোটেলে, যা পৃথিবীর চারপাশে ঘুরছে প্রতি ৯০ মিনিটে! 🌍

এটাই স্পেস হোটেল—ভবিষ্যতের এমন এক অবকাশ যাপন, যেখানে থাকবে বিলাসবহুল রুম, সূর্যোদয়-সূর্যাস্ত ১৬ বার দেখার সুযোগ, ভরশূন্যতায় ভেসে থাকার মজা আর দূর থেকে দেখা যাবে পৃথিবীর অপূর্ব দৃশ্য।

🛰 ভয়েজার স্টেশন, পায়োনিয়ার স্টেশন, হ্যাভেন-১—এইসব প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই শুরু হতে চলেছে, যেখানে কোটি টাকার বিনিময়ে মিলবে একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা।

5 часы ·перевести
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
8 часы ·перевести

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 часы ·перевести

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 часы ·перевести

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

8 часы ·перевести

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।