শিল্পীর শেষ ছবি (The Artist's Last Painting)
ডায়েরির পাতা থেকে: এক প্রতিভাবান কিন্তু গরিব শিল্পী, ইমন, এক ভাঙা বাড়ি থেকে কিছু পুরনো ক্যানভাস ও রঙ খুঁজে পায়। সেই ক্যানভাসে ছবি আঁকা শুরু করার পর সে অবাক হয়ে লক্ষ্য করে, তার আঁকা ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। সে তার প্রেমিকার একটি পোট্রেট আঁকে এবং তার কিছুদিন পরেই মেয়েটি রহস্যজনকভাবে মারা যায়। ইমন ভয়ে সেই ক্যানভাসটি পরীক্ষা করতে গিয়ে দেখে, ছবির ভেতরের মেয়েটির চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে বুঝতে পারে, এই ক্যানভাস আর রঙ অভিশপ্ত। এটি যার ছবি আঁকা হয়, তার আত্মাকে ক্যানভাসে বন্দি করে ফেলে। আতঙ্কের বিষয় হলো, সে ইতিমধ্যেই নিজের একটি আত্মপ্রতিকৃতি আঁকা শুরু করে দিয়েছে।
#শিল্পীরশেষছবি #ভৌতিকগল্প #hauntedpainting #cursedart #banglahorror #ghoststory #আত্মাবন্দি #creepycanvas #banglaghost #darkportrait