গল্প: পুরোনো বাড়ির ডাক
গ্রামের পুরোনো বাড়িটা বিক্রি করতে গিয়েছিল রতন। দিনের বেলাতেও বাড়িটার ভেতরটা অন্ধকার আর স্যাঁতসেঁতে। দোতলার একটা ঘর সবসময় তালাবন্ধ থাকত। কৌতূহলের বশে রতন তালাটা ভাঙল। ভেতরে ধুলোমাখা কিছু আসবাব ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু ঘর থেকে বেরোনোর সময় সে শুনল, কে যেন পেছন থেকে ফিসফিস করে বলল, "যাস না, থেকে যা।" রতন দৌড়ে পালিয়ে এসেছিল। কিন্তু সেই ডাকটা আজও তার কানের কাছে রাতের অন্ধকারে বাজতে থাকে।
#পুরোনোবাড়িরডাক #ভৌতিকগল্প #ghoststorybangla #hauntedhouse #banglahorror #scaryshorts #বাংলাঘোস্ট #fisfisanisound #darkroom