গল্প: ডায়েরির শেষ পাতা
আমি একজন লেখক। ভূতের গল্প লিখি। সেদিন রাতে একটা গল্প লিখছিলাম এক অতৃপ্ত আত্মাকে নিয়ে, যে তার খুনির খোঁজ করছে। লিখতে লিখতে অনুভব করলাম, ঘরের তাপমাত্রা কমে আসছে। আমার কীবোর্ডের ওপর যেন অন্য কারও আঙুল চলছে। আমি লিখলাম, "আত্মাটি তার খুনির ঘাড়ে হাত রাখল।" ঠিক তখনই আমার নিজের ঘাড়ে একটা বরফশীতল হাতের স্পর্শ পেলাম। ডায়েরির শেষ লাইনটা আমি লিখিনি, কিন্তু সেখানে লেখা ছিল—"অবশেষে তোকে পেলাম।
#ডায়েরিরশেষপাতা #ভৌতিকগল্প #hauntedwriter #banglahorror #ghoststorybangla #paranormalexperience #ভয়েরগল্প #ghosthand #শেষরাতেরডাক #বাংলাঘোস্ট