গল্প: বন্ধ ঘরটার রহস্য
নতুন ফ্ল্যাটে ওঠার পর থেকেই আমার ছয় বছরের মেয়ে মিতু কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। সে সারাদিন তিনতলার কোণের ঘরটার বন্ধ দরজার সামনে বসে থাকত। বলত, ভেতরে নাকি একটা ছোট্ট মেয়ে তার সাথে কথা বলে। আমরা স্বামী-স্ত্রী ভাবতাম ওর মনের ভুল। একদিন রাতে ঘরটা থেকে মার্বেল খেলার শব্দ শুনে আমি আর থাকতে পারলাম না। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই দেখলাম, ঘরটা সম্পূর্ণ খালি, শুধু মেঝেতে ধুলোর ওপর ছোট্ট দুটো পায়ের ছাপ। হঠাৎ পেছন থেকে মিতু এসে আমার হাত ধরে বলল, "মা, ও বাইরে আসতে চায় না। ও চায় আমরা ভেতরে গিয়ে ওর সাথে খেলি।" আমি চমকে তাকাতেই দেখি, ঘরের ভেতরের অন্ধকার থেকে একজোড়া জ্বলজ্বলে চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমরা বাইরে, আর মিতু ভেতরে। এখন রোজ রাতে ওই ঘর থেকে দুটো বাচ্চার হাসির শব্দ শোনা যায়।
#বন্ধঘরটাররহস্য #ভৌতিকগল্প #ছোট্টআত্মা #paranormalbangla #banglahorror #hauntedroom #ghostkids #বাংলাঘোস্ট #অদৃশ্যবন্ধু #ভয়েরগল্প