গল্প: হাইওয়ের ছায়া
কলকাতা থেকে একাই গাড়ি চালিয়ে ফিরছিলাম। রাত প্রায় একটা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়িঘোড়া প্রায় নেই বললেই চলে। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম, রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, পরনে সাদা পাঞ্জাবি। আমি পাশ কাটিয়ে চলে গেলাম। প্রায় দশ কিলোমিটার যাওয়ার পর রিয়ার-ভিউ মিররে দেখলাম, সেই একই লোক রাস্তার ধারে দাঁড়িয়ে। আমার গা ছমছম করে উঠল। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। কিন্তু যতই এগিয়ে যাই, কিছুক্ষণ পরপরই আয়নায় দেখি, লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, যেন আমার আগেই সেখানে পৌঁছে যাচ্ছে। শেষবার যখন দেখলাম, তখন লোকটা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে, তার মুখটা আমার দিকে ফেরানো। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু দুটো শূন্য চোখের কোটর। আমি স্টিয়ারিং-এ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। শেষ যা মনে আছে, তা হলো একটা তীব্র আলোর ঝলকানি আর সেই ছায়ামূর্তির স্থির চাহনি।
#হাইওয়েরছায়া #ভৌতিকগল্প #রাত্রিরাত্রি #ছায়ামূর্তি #বাংলাঘোস্টস্টোরি #অদৃশ্যলোক #রিয়ারভিউমিরর #হররস্টোরি #বাংলাহরর #রাতেরভয়