গল্প: মিউজিক বক্সের সুর
অ্যান্টিক শপ থেকে একটা পুরোনো কাঠের মিউজিক বক্স কিনেছিলাম। ওটার গায়ে খোদাই করা ছিল এক ঘুমন্ত শিশুর মুখ। দোকানদার বলেছিল, এটা নাকি একশো বছরেরও বেশি পুরোনো। বাড়িতে এনে চাবি দিতেই ভেতর থেকে একটা মিষ্টি কিন্তু বিষণ্ণ সুর বেজে উঠল। আমার খুব ভালো লেগেছিল। কিন্তু সমস্যা শুরু হলো রাতে। মিউজিক বক্সটা নিজে থেকেই বেজে উঠত, ঠিক মাঝরাতে। সেই সুরটা আর মিষ্টি লাগত না, বরং কেমন যেন ভুতুড়ে শোনাত। একদিন রাতে সুরটা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম, আমার ঘরের কোণে একটা ছোট বাচ্চার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর মিউজিক বক্সের দিকে আঙুল তুলে কাঁদছে। তার কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার যন্ত্রণা আমি অনুভব করতে পারছিলাম। পরে জানতে পারি, ওই মিউজিক বক্সটা এক শিশুর, যাকে ঘুমন্ত অবস্থায় তার সৎ মা খুন করেছিল। সেই শিশুর আত্মাই সুরের সাথে বাঁধা পড়ে আছে।
#মিউজিক_বক্সের_সুর #ভুতুড়ে_স্মৃতি #অলৌকিক_আত্মা #শিশুর_আত্মা #অ্যান্টিক_অভিশাপ #বাংলা_হরর #hauntedmusicbox #ghostmelody #childspirit #banglaghoststory