এক রাখাল ছেলে বনের কাছে মেষ চরাত। সারাদিন একা একা মেষ চরাতে তার ভালো লাগত না। তাই সে মাঝে মাঝে মাঠের চাষিদের সঙ্গে অনেক রকম মজা করত ।
একদিন এই রাখাল ছেলে ‘বাঘ! বাঘ!' বলে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে মাঠের চাষিরা লাঠি বাঘ তাড়াতে এল।
চাষিরা কাছে এসে দেখে রাখাল দিব্যি মেষ চরাচ্ছে। বাঘটাঘ কিছুই নেই! চাষিরা রাখালকে এমন মিছামিছি চিৎকার করতে নিষেধ করে গেল ।
চাষিদের নিষেধ না শুনে এই রাখাল প্রায়ই 'বাঘ বাঘ' বলে চিৎকার করত। চাষিরা এসে তাকে বকাবকি করে চলে যেত।
একদিন সত্যি সত্যি বাঘ এল! রাখাল ভয়ে ‘বাঘ! বাঘ!' বলে আর্তনাদ করল। কিন্তু সেদিন চাষিরা তাকে সাহায্য করতে এল না। তারা ভেবেছিল রাখাল আজও মিথ্যা চিৎকার করছে।
রাখাল একটা গাছে চড়ে কোনও রকমে প্রাণ বাঁচাল বটে, কিন্তু তার কয়েকটি মেষ বাঘের পেটে গেল ।