আবু হুরায়রা (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,
"নিশ্চয় জান্নাতে (কোন) ব্যক্তির মর্যাদা (অনেক) বৃদ্ধি করা হবে। সে বলবে, আমার জন্য কিভাবে এটা হলো? অতঃপর তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের (ক্ষমা প্রার্থনা) ইস্তেগফার করার কারণে।"
- [ইবনু মাজাহ, আহমাদ, আস-সহীহা: ১৫৯৮]