১২৪.
وَإِذِ ٱبۡتَلَىٰٓ ءَابۡرَٰهِيمَ رَبُّہُۥ بِكَلِمَـٰتٍۢ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًۭاۖ قَالَ وَمِن ذُرِّىَّتِى ۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِى ٱلظَّـٰلِمِينَ
📘 বাংলা অনুবাদ:
“আর যখন তার প্রতিপালক ইব্রাহিমকে বিভিন্ন পরীক্ষায় আরোপ করলেন, তিনি তা উত্তীর্ণ করলেন; তখন তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি তোমাকে মানুষদের জন্য এক নেতা (ইমাম) বানাব।’ তিনি বললেন, ‘আর আমার বংশের মধ্য থেকে?’ তিনি বললেন, ‘আমার অঙ্গীকার অস্বীকারকারী ও অত্যাচারীদের জন্য নয়।’”
-- সুরা আল-বাকারা (আয়াত ১২৪ )