১৩১.
وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَـٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌۭ فِى ٱلۡأَرۡضِ خَلِيفَةًۭۖ قَالُوٓا۟ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّىٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ
“আর যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, ‘নিশ্চয়ই আমি পৃথিবীতে একটি প্রতিনিধি (খলিফা) সৃষ্টি করবো।’ তারা বলল, ‘আপনি কি সেখানে এমন কাউকে বসাবেন, যিনি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্ত ঝরাবে—অথচ আমরা আপনার প্রশংসা উচ্চস্বরূপ করি এবং আপনাকে পবিত্র ঘোষণা করি?’ তিনি বললেন, ‘আমি যা জানি, তোমরা তা জানো না।’”
-- সুরা আল-বাকারা (আয়াত ১৩১ )