গল্প : একই স্বপ্ন
গত এক মাস ধরে রঞ্জন একই স্বপ্ন দেখছে। স্বপ্নে সে দেখে, সে একটা পুরনো, ভাঙা বাড়িতে দাঁড়িয়ে আছে। আর একটা বাচ্চা মেয়ে তাকে হাত ধরে একটা নির্দিষ্ট ঘরের দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটা বারবার বলছে, "আমার পুতুলটা ওই ঘরে আছে, আমাকে এনে দেবে?" প্রতিদিন স্বপ্নটা ওই ঘরের দরজার সামনে এসেই ভেঙে যায়। রঞ্জন ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিল। একদিন সে তার এক বন্ধুর সাথেドライブ-এ বেরিয়ে শহর থেকে একটু দূরে একটা জায়গা আবিষ্কার করল। সেখানে একটা পোড়ো বাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক তার স্বপ্নের মতো। কৌতুহলবশত সে ভেতরে ঢুকল। একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ তাকে সেই নির্দিষ্ট ঘরটার দিকে নিয়ে গেল। সে দরজা খুলতেই দেখল, ঘরের মাঝখানে একটা দড়িতে একটা কঙ্কাল ঝুলছে, আর তার নিচে একটা পুরনো পুতুল পড়ে আছে।
#ভৌতিকস্বপ্ন #recurringnightmare #পোড়োবাড়ি #রহস্যময়স্বপ্ন #হরর