গল্প : শেষ বেঞ্চের ছাত্র
কলেজের অ্যানুয়াল ফাংশনের জন্য রাত পর্যন্ত রিহার্সাল চলছিল। কাজ শেষে রাত প্রায় এগারোটা। অডিটোরিয়াম থেকে বেরোনোর সময় অধ্যাপক অমলবাবু দেখলেন, শেষ সারির একটা বেঞ্চে একটি ছেলে মাথা নিচু করে বসে আছে। তিনি এগিয়ে গিয়ে বললেন, "কী হে, এখনও বাড়ি যাওনি?" ছেলেটি মুখ না তুলেই বলল, "স্যার, আমার খাতাটা হারিয়ে গেছে।" অমলবাবু বললেন, "কাল সকালে এসে খুঁজে নিও, এখন চলো।" ছেলেটি এবার মুখ তুলল। তার মুখটা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে আর চোখ দুটো শূন্য। সে বলল, "না স্যার, আজই খুঁজতে হবে। ওই খাতায় আমার অসমাপ্ত কাজটা লেখা আছে।" অমলবাবুর হঠাৎ মনে পড়ল, বছর পাঁচেক আগে এক ছাত্র পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় এই অডিটোরিয়ামেই আত্মহত্যা করেছিল।
#কলেজেরভূত #ছাত্রেরআত্মা #ভৌতিককাহিনী #অডিটোরিয়াম #হররগল্প