সোহাগ বলেছিলো— “ভাই, আমি চাঁদা দিবো না...”
কথাটাই ছিলো তার সবচেয়ে বড় অপরাধ!
এই কথাটাই তার মৃত্যুর কারণ হয়ে গেলো।
নিজের দোকান থেকে টেনে এনে প্রকাশ্যে খুন, আর চারপাশের মানুষ চুপচাপ দাঁড়িয়ে দেখলো!
আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো লাশটা আমাদের কারো হবে। এই কি আমাদের নিরাপত্তা? এই কি আমাদের স্বাধীনতা? মিটফোর্ডে চাঁদাবাজির প্রতিবাদে আজ পড়ে আছে এক তরতাজা লাশ। ভয় পাই না, কিন্তু লজ্জা পাই—এই সমাজে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যেন আজ মৃত্যুদণ্ড