5 w ·Traduire

তুমি চাও, সব সহ্য করেই আমি থাকি৷ অবহেলা, অনাদর, দিনের পর দিন যোগাযোগহীনতায়, অনাগ্রহের পরেও তবুও যেন থেকে যাই। তোমার কাছে ভালোবাসা মানে, সবকিছুই তোমার ইশারায়, তোমার ইচ্ছেতে।

তুমি শুধু নিজের মতো ভাবো, আমার কষ্টের কথা ভাবো না। ভালোবাসা একতরফা? তবে কেন আমাকেই শুধু সহ্য করতে হবে সব?

তুমি চাও অবহেলা ভুলে গিয়ে, অনাদর সহ্য করে সবকিছু ছেড়ে, ভুলে তোমার কাছেই থাকি। অথচ তুমি সামান্য অভিমানের দেয়াল টপকাতে পারো না। তুমি কি এমন ভালোবাসো? যে ভালোবাসায় কোনো আকুলতা নেই, কাছে পাওয়ার আকাঙ্খা নেই।

তুমি চাও, সুন্দর একটি সম্পর্ক যেখানে ভালোবাসা থাকবে, তুমি ভালো থাকবে। তবে তুমি ভালোবেসে সম্পর্কটাকে সুন্দর করতে চাওনা, সম্পর্কের মানুষটার যত্ন নিয়ে তাকেও ভালো রাখতে চাওনা।

মন চাইলে কথা বলো, না চাইলে বলো না।
তুমি চাও সবকিছুই তোমার পছন্দে হোক, আমিও তাই চাই৷ তবে কেন আমার বেলায় তুমি উদাসীন? দুঃখের দিনে পাশে থাকো না, ভালোবাসো না, কথা বলো না।

তুমি ভাবো, ভালোবাসলে এতশত অভিযোগ কেন থাকবে! আমি বলি, অভিযোগ করতে হবে কেন? ভালোবাসা একতরফা? তবে কেন আমাকেই সব চেয়ে নিতে হবে, সব অবহেলা কেন আমাকেই সহ্য করতে হবে?

তুমি চাও, সময়ের হাতে সব ছেড়ে দিতে।
স্রোতের বিপরীতে হাঁটতে ভীষণ কষ্ট বলে, তুমি স্রোতে গা ভাসাতে চাও৷ কোনো আকুলতা নেই, কোনো হারানোর ভয় নেই, কোনো আকাঙ্খা নেই। নেই ভালোবাসার মানুষটার প্রতি যত্ন, অনাদরে ফেলে রাখো দিনের পর দিন!

তুমি চাও, সবকিছুই তোমার ইচ্ছেমত হোক। অথচ আমার ইচ্ছের, চাওয়া-পাওয়ার কোনো দামই নেই তোমার কাছে! তুমি চাও সবকিছু মেনে নিয়ে, সবকিছু ছেড়ে ছুঁড়ে তোমার কাছে আসি৷ অথচ তুমি সামান্য অভিমানের দেয়াল টপকাতে পারোনি!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

3 m ·Traduire

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
3 m ·Traduire

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
4 m ·Traduire

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
5 m ·Traduire

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image