গতকালের ভারত ইংল্যান্ড ম্যাচটা মনে করিয়ে দেয় ২০১৬ সালের বাংলাদেশ ইংল্যান্ড চট্টগ্রাম টেস্টের কথা, আজ যেমন ভারত ইংল্যান্ডের বিপক্ষে হারলো ২২ রানে, ঠিক ওইদিন ও বাংলাদেশ ও হেরেছিল ২২ রানে, আজ যেমন ৬১ রানে অপরাজিত থেকে দলের হার দেখলেন জাদেজা, বাংলাদেশের সাব্বির রহমান সেদিন ৬৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের হার দেখেছিলেন, ওইদিন ও দেখা যায় সাব্বির রহমান কে ইংল্যান্ডের খেলোয়াড়া শান্তনা দিচ্ছেন, আজও তারা শান্তনা দিলেন ভারতের খেলোয়াড়দের,
কাকতালীয় বুঝি একেই বলে 😅