নতুন দিনের আলো
নতুন দিনের আলো এসে,
ঝলমলে স্বপ্ন জাগায়,
তপ্ত রোদে, ঝরে পড়ে,
দুঃখের ছায়া মুছে যায়।
পথে চলে এক যাত্রী,
হাঁটছে নিজের দিশায়,
হঠাৎ দাঁড়িয়ে কিছু ভাবছে,
হাসি আসে চোখের কোনায়।
রাতের মেঘ এখন দূরে,
চলেছে নতুন আশা,
যতই অন্ধকার হোক,
সুখ আসবে, তবুও আশা।
এটা কেমন লাগলো? 😊