*এশার আমল করুন নামাজ পরে*
আস্তাগফিরুল্লাহ ১০০ বার
লা হাওলা ওয়ালা কু ওয়্যাতা ইল্লাহ বিল্লাহ 100 বার
লা ইলাহা ইল্লাল্লাহ ১০০
মুলক সূরা
দরুদ পরুন ১০ বার
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা
তার পর পরুন
*আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আযাবিল কাবরি ওয়া মিন আযাবিন নার, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল।
*হাদিসটি🥺
“যখন তুমি তোমার ঘরে নিঃশব্দে কাঁদো, তখন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন: ‘আমার বান্দার চোখে অশ্রু কেন?’
ফেরেশতারা উত্তর দেয়: ‘হে আল্লাহ, আপনার এই বান্দা স্বস্তিতে নেই; অনেক দিন ধরে হাসেনি।’
এ কথা শুনে ফেরেশতারা কাঁদতে থাকে এবং প্রার্থনা করে: ‘হে আমাদের রব, আপনি তো জানেন আপনার বান্দার হৃদয়ে কী রয়েছে। দয়া করে তার সব কিছু সহজ করে দিন।’
আল্লাহ বলেন: ‘আমার এই বান্দা দুনিয়ায় এমন কিছু হারিয়েছে, যা তার অত্যন্ত প্রিয় ছিল। আমি কসম করে বলছি, আমি তাকে এমন কিছু দিয়ে প্রতিস্থাপন করবো, যা এত বিস্ময়কর হবে যে দুনিয়া ও আখিরাতের মানুষ তা দেখে অভিভূত হয়ে যাবে!’
আলহামদুলিল্লাহ।
Mir Abs Shawon
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?