শ্রেণী: ৪র্থ
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১/ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাওঃ ১৫টি। ১৫x২=৩০
(ক) বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে ?
(খ) আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত?
(গ) কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত ইই ?
(ঘ) আগুন লাগার দুইটি কারন উল্লেখ কর।
(৬) বন্যা প্রতিরোধের দুইটি কা উপায় লেখ।
(চ) বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত?
(ছ) অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ কর।
(জ) বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখ
(ঝ) কোন শতাব্দী থেকে বাংলা সাহিত্য চর্চা বিকাশিত হয়?
(ঞ) বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখ
(ট) ভাষা আন্দোলন কখন হয়েছিল?
(ঠ) ছয় দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল।
(ড) বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দেওয়া হয় কখন?
(চ) বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল?
(ণ) বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে ?
২) শূন্যস্থান পূরণ করঃ ১২টি ১২×১=১২
(ক).........হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা।
(খ) বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম.......
(গ) তাজিনডং পাহাড়ের উচ্চতা প্রায়..........মিটার।
ঘ) বন্যা ও ঘূর্ণিঝড় হলো..........দুর্যোগ।
ঙ).......... সাল থেকে বাংলাদেশে ৭টি ভয়াবহ বন্যা হয়েছে।
(চ) বন্যার কারণে.........পানির অভাবে নানা রোগ ছড়ায়।
(ছ) বন্যার পলি জমা হয়ে মাটির.........বাড়াতে সহায়তা করে।
(জ) অতিরিক্ত জনসংখ্যার ফলে সমাজে.........বেড়ে যায়।
(ঝ) ১৯৭০ সালে বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল........
(ঞ) শশাংকের রাজধানী ছিল.........
(ট) রাজা গোপাল......... রাজবংশের প্রতিষ্ঠাতা।
(ঠ) পাকিস্তানের..........ভাগ ছিল।
৩/ বামপাশের ব্যাকাংশের সাথে ডানপাশের ব্যাক্যাংশের মিলকর।
ক. আগুন মোকাবিলায়
খ. আগুন লাগলে মানুষের
গ. রান্নার পর চুলার আগুন
ঘ. কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের
ঙ.বাংলাদেশে আজকাল আগুন
ঝুঁকি নেয়া যাবে না।
মঙ্গার ঘটনা বেশি ঘটছে।
পুলিশকে খবর দিতে হবে।
ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।
জীবন বিপদ গ্রস্ত হয়।
কমিয়ে রাখতে হবে।
সম্পূর্ণ নিভিয়ে দিতে হবে।
৫/ প্রশ্নের উত্তর দাওঃ (৬টি) ৬×৮=৪৮
(ক) সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কী কী করতে পার?
(খ) মানুষ কীভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে?
(গ) জলোচ্ছ্বাস/সাইক্লোনের প্রভার বর্ননা কর।
(ঘ) পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কী কী?
(ঙ) পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কীকী হতে পারে?।
(চ) মধ্যযুগে বাংলার ব্যবসা-বানিজ্যের বিবরণ দাও?
(ছ) ১৯৭০ সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন?
(জ) বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল?
Iftekhar Rahat
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟