স্বাক্ষী কেন দোষী
মো: রফিকুল ইসলাম
বিবাদ করলো সবেদ আলী,
স্বাক্ষ্য দিলো কাশি।
বিবাদ শেষে বললো সবাই,
স্বাক্ষী বেটাই দোষী।
অডিওটা ফাঁস হলো যেই,
স্বাক্ষী দিলো হাসি।
খানিক বাদে বললো সবাই,
স্বাক্ষী বেটাই দোষী।
মোটর সাইকেল চালক এসে,
ভয় দেখালো রাশি।
স্বাক্ষ্য দিলো তখন যারা,
তারাই হলো দোষী।
টেবিল চাপড় দিয়ে সাদেক,
দিলো অট্ট হাসি।
স্বাক্ষী ছিলো যারা সেথায়,
তারাই হলো দোষী।
ওজন বোঝা অজন আলী,
দেখে হলাম অবাক!
উঠেছে সে সেই গাড়িতে,
যেই গাড়িতেই বিবাদ।
সেই বিবাদের প্রত্যক্ষ,
স্বাক্ষী ছিলো মাসি।
বাদী-বিবাদী মিলে বলে,
স্বাক্ষী নিজেই দোষী।
সমাজ যারা নষ্ট করলো,
তাদের মুখেই হাসি।
সত্য স্বাক্ষ্য দিয়ে আজকে,
"স্বাক্ষী কেন দোষী?"