আমার বড় আপু এমনিতে খুব শান্ত কিসিমের প্রানী। কিন্তু ঘুম থেকে উঠলে ওর জানি কি হয়। আধা ঘন্টা হোপ দিয়ে বসে থাকে, কথাও বলে না, আর কেউ কিছু বললে তেড়ে আসে। তাই আমরা কেউ কখনও ও ঘুম থেকে উঠলে, ওর দুই চার কিঃমিঃ এর মধ্যে যাইতাম না।
বড় আপু তখন ইন্টারে পড়ে, কলেজ থেকে বাসায় আসছে। দুপুরে এতই ক্লান্ত ছিল আপু, কলেজ ড্রেস পরেই ঘুমায়ে গেছে। আমিও আপুকে ঘুম দেখে, আস্তে করে ড্রয়িং রুমে চলে এসেছি।
এর মিনিট পনেরো পরেই একটা রিক্সার পেছনে মাইক বেঁধে, পলিও টিকা খাওয়ানোর মাইকিং করতে করতে যাচ্ছিল এক লোক। মাইকের প্রচন্ড শব্দে আপুর ঘুম ভেঙে যায়, আর যা ঘটার তাই ঘটলো।
আপু বাথরুম থেকে গোসলের মগের এক মগ পানি ভরে, মারবি তো মার একদম রিক্সার উপরে পানি মারলো বারান্দায় যেয়ে। আমি আর মিলিও দৌড়ে যেয়ে বারান্দায় দাঁড়ালাম। বড় আপু পানি মারতেই রিক্সায় মাইকিং করতে থাকা লোকটা মাইক মুখের কাছে রেখেই বলতেছে,
আনোয়ার সাহেবের বাসা থেকে আমারে পানি মারা হইছে আমি এর বিচার চাই "।
এই কথা শুনে বড় আপু আরো ক্ষেপে গেল।
দাঁত কিড়মিড়িয়ে বলল,
ওই খাড়া, আরো এক মগ পানি মাইরা নেই, পরে যা বিচার দেওয়ার দিস। "
বড় আপুর হুমকি শুনে ওই লোকটা মাইকের মধ্যেই বলতেছে,
ওই রিক্সা তরাতরি চালাও নাইলে এই খানেই আজকে গোসল কইরা বাসায় যাওন লাগবো "।
Iftekhar Rahat
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟