যার কাছে আপনার চাওয়া পাওয়া, অধিকার খাটানো কিংবা অভিমানের কোনো মূল্য নেই তার কাছে এগুলো প্রকাশ করা যতটা বেমানান ঠিক ততটাই লজ্জার ,অমর্যাদার , অপমানেরও !
মানুষ এর কাছ থেকে আপনার প্রত্যাশা যতো কম হবে আপনার মনের প্রশান্তির মাত্রাও তত বেশি হবে ।
তাই সমস্ত ভালোবাসা, অভিমান আর চাওয়া পাওয়ার গল্প গুলো হোক আপনার বিশ্বস্ত বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সাথেই ।
যিনি আপনাকে প্রতিটা মূহুর্ত শুনেন এবং দেখেন ।
যিনি আপনার প্রতিটি ডাকে সাড়া দেন ;
সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছেই বলুন না আপনার অব্যক্ত কথাগুলো।
এক্বিন রাখুন, দুনিয়ার সবাই আপনাকে নিরাশ করলেও তিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না ।
দুনিয়ার কেউ চোখের জলের মূ্ল্য না দিলেও, অভিমানের ভাষা না বুঝলেও , তিনি ঠিকই আপনার প্রতিটি চোখের ফোটার মূল্য দিবেন পূর্ণমাত্রায় ।
"...আমি আমার প্রতিপালককে ডাকি, আশা করি আমি আমার প্রতিপালককে ডেকে বঞ্চিত হব না।’"
[সূরা মরিয়ম: আয়াত ৪৮]।
Iftekhar Rahat
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?