সে আমায় ছেড়েছে আমি তাকে ছাড়তে পারি নি।আমি কেঁদেছি কিন্তু তার কান্না সহ্য করতে পারিনি।তাইতো তাকে আর আটকে রাখি নাই।আমি তাকে আগলে রাখতে চেয়েছি কিন্তু সে আমার কাছে থাকতে চাই নি।তাই মুক্ত করে দিয়েছি।নিজে মুক্ত হতে পারি নি।আমি তো ভালোবেসেছি।তাকে ছাড়বো কি করে।তাকে দূরে থেকে ভালোবাসি।আজও বাসি।তাকে ভালবাসি বলে এত সুন্দর বন্ধুত্ব টা নষ্ট হলো ।চাই তো অন্য কারো প্রেমে পড়তে,যারা আমায় ভালবাসে তাদের প্রপ্রেমে পড়তে চাই কিন্তু পারি না।ভুলতে চাই পারি না।জীবনকে কষ্ট দিয়ে ভরে রাখার জন্য বেশি কিছু লাগেনা।কাওকে মন থেকে ভালোবাসলে ই হয়।
#একতরফা ভালোবাসা💌
JHuma771
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?