Смотреть
Мероприятия
Блог
рынок
Страницы
еще
🕊️ ইসলাম প্রচার ও হিজরত: মক্কায় প্রচুর বিরোধিতার মুখে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন। এ সময় থেকেই হিজরি সন গণনা শুরু হয়। মদিনায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করে এবং তিনি রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
📚 উল্লেখযোগ্য গুণাবলি: দয়া, ক্ষমাশীলতা, সততা, নম্রতা, পরিবারপ্রেম, নেতৃত্ব – সব ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বোত্তম উদাহরণ। তিনি ছিলেন "আল-ইনসানুল কামিল" – পরিপূর্ণ মানুষ।
🕋 বিদায় হজ ও মৃত্যু: ১০ হিজরিতে তিনি বিদায় হজ করেন এবং সেখানে মানবতার জন্য চূড়ান্ত উপদেশ দেন। ১১ হিজরি, ৬৩ বছর বয়সে, তিনি ইন্তেকাল করেন (৬৩২ খ্রিষ্টাব্দ)।
⚔️ গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ: বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধে মুসলমানরা অংশ নেয় ইসলামের অস্তিত্ব রক্ষায়।
📜 নবুয়ত প্রাপ্তি: ৪০ বছর বয়সে, হেরা গুহায় ধ্যান করার সময় জিবরাইল (আঃ) প্রথম ওহি নিয়ে আসেন। এটাই ছিল কুরআনের প্রথম আয়াত: > "ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক..." এরপর ধাপে ধাপে কুরআন অবতীর্ণ হতে থাকে এবং তিনি ইসলাম প্রচার শুরু করেন।
🕋 প্রারম্ভিক জীবন: তিনি ছিলেন আল-আমিন (বিশ্বস্ত) নামে পরিচিত, কারণ মক্কার মানুষ তাঁর সততা ও বিশ্বাসযোগ্যতা দেখে অভিভূত ছিল। তিনি ব্যবসা করতেন এবং হযরত খাদিজা (রা.) এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থেকেই পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
Показать еще
Вы собираетесь приобрести предметы, вы хотите продолжить?
muhin Edit Abc
☄️🕌🪔🦋☄️Dhaka Keraniganj Khezurbagh Dargah Bari Jame Mosque This mosque is located in the direction of Buriganga Khalpara and is adjacent to the old Kaliganj traditional
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?