ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি!"
হয়তো আমি পাগল, নয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে… তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলটে হাসি- মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম"
কষ্টগুলোকে আমি বানিয়েছি বন্ধু একাকিত্বকেও আপন করে নিয়েছি".
মানুষ ভাবে আমি হয়তো সুখী,-শক্ত, -নির্লিপ্ত—কিন্তু তারা জানে না, প্রতিটি সময় আমার এক একটা লড়াই'.
নিজেকে নিজেই বুঝিয়ে রাখি, “তুই ভালো আছিস”.(হ্যা ভালো -ই আছি).. অথচ জানি, আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধ্বংস হওয়া-টা'কেই যেন ভালোবেসে ফেলেছি।
আমি সেই মানুষ, যে হার মানার আগেই হাসে—কারণ জানি, কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা।
আমার জীবন কোনো সুখের গল্প নয়—এটা এক নিঃশব্দ বিপ্লব। যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা, ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া আমি...😅💉🚬
Jannatul Ferdous
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟