অথচ কে জানতো এই সেপ্টেম্বর এ দেখা পাবো তার যাকে কোনোদিন দেখার কথা-ই ছিলো না।জীবন থেকে সমস্ত হোপ ছেড়ে বসে ছিলাম।আর তখনই খোদার তরফ থেকে তার আগমন।
আগে সেপ্টেম্বর ভয় লাগতো,আর এখন সেপ্টেম্বর চলে গেলো বলে কেমন মায়া হচ্ছে।সেপ্টেম্বর এর একটা আলাদা গন্ধ আছে। আলাদা মায়া আছে,বাতাসে আলাদা গন্ধ ছুটে বেড়ায়। যে গন্ধে দম বন্ধ হয়ে আসে আবার সুখও আসে।
যে ছেলে টার সাথে কোনোদিন দেখাই হবার কথা ছিলো না সেই ছেলেটা দেখা দিলো সেপ্টেম্বরেই।
জীবনের প্রথম শিউলি, প্রথম দেখার অনুভূতি, এই সেপ্টেম্বরেই।
আসির আরমানের লিরিক্সের মতো দোলনচাঁপার মৌসুমে তার থেকে আমি ইতি টানতে চাই না। এইযে চড়াই-উতরাই চলছে জীবনে,এই যে আপনি রাগ করে আছেন,আকাশ মেঘলা লাগছে,দম ফেলা লাগছে অস্বস্তি তে,ফোন টোন সব ফেলে রেখেও ভেবে পাচ্ছি না এই অসহায়ত্ব কাটাবো কিভাবে। মাথা,মন খাটিয়ে না পেয়েও শেষ অব্দি হাস্যকর শুনালেও সত্যি যে গুগোল করে দেখছি 'how to make boyfriend's mood,how to reduce boyfriend's anger,how to be better as a partner, what to do when my man is pissed off'।
জানি না শেষ অব্দি আমার হবে কি না ছেলে টা তবে যেনো সারা জীবন এই সেপ্টেম্বর আপনার সাথে কাঁটাইতে পারি। যেনো উনপঞ্চাশের বাতাসের সাথে, শিউলির মৌ ঘ্রানের সাথে আপনাকে বেধে নিতে পারি।
সেপ্টেম্বর চলে গিয়েও আপনার জীবনে শিউলি হয়ে ঝড়ে পড়ুক আবার ফিরে ফিরে আসুক।💌
Sadia Akter
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Iftekhar Rahat
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
, suman Suman
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?