আল্লাহ তায়া'লা কে ভয় কর আমাদেরকে আল্লাহ তায়া'লার কাছে ফিরতে হবে
গল্প : সুন্দরবনের কেন্দুয়াখালি
পঞ্চম পাঠ
আমার হঠাৎ মনে পড়ল, আমার দাদু বলতেন, অতৃপ্ত আত্মারা কিছু পেলে হয়তো শান্ত হয়। আমার কাছে সামান্য গুড় আর মুড়ি ছিল। আমি কাঁপতে কাঁপতে সেই গুড় আর মুড়ি একটা কলাপাতায় করে নদীর জলে ভাসিয়ে দিলাম। হাতজোড় করে বললাম, "গফুর ভাই, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তুমি শান্ত হও। এই সামান্য ভোগ গ্রহণ করো।" আমার কথা শেষ হতেই চারপাশের পরিবেশটা যেন একটু শান্ত হলো। সেই ফিসফিসানি বন্ধ হয়ে গেল। নৌকোর ঝাঁকুনিও থেমে গেল। আমি শেষ চেষ্টা হিসেবে ইঞ্জিনের দড়িতে টান মারলাম। আশ্চর্যভাবে ইঞ্জিনটা এক টানেই চালু হয়ে গেল। আমি এক মুহূর্তও দেরি না করে নৌকো ঘুরিয়ে দিলাম। আমরা যখন খাঁড়ি থেকে বেরিয়ে এলাম, তখন ভোরের আলো ফুটছে। আমরা সবাই চুপ ছিলাম, কারও মুখে কোনো কথা ছিল না। সেই ঘটনার পর আমি আর কখনো টাকার লোভে সুন্দরবনের কোনো অলৌকিক গল্পকে অবিশ্বাস করিনি। কেন্দুয়াখালির দিকে তাকালে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ আমি জানি, সেই সবুজ চোখ দুটো আজও ওখানে অপেক্ষা করছে নতুন শিকারের জন্য।
(সমাপ্ত)
#রহস্যময় গল্প 😱😱😱
Ayesha afrin Runa
---
*তুমি আমি*
তুমি আকাশ, আমি তারে
চুপিচুপি থাকি তোমার পাশে।
তুমি নদী, আমি স্রোত হয়ে
বয়ে যাই নীরবে, ভালোবেসে।
তুমি হাসলে, ফুল ফোটে বনে
আমি দেখি, চুপচাপ মনে।
তুমি দূরে, তবুও কাছে
হৃদয়জুড়ে বাজো প্রতিটি রাতে।
তুমি না থাকলে, দিন থেমে যায়
তোমার নামেই আমার হৃদয় গায়।
ভালোবাসা মানে শুধু বলা নয়,
তোমার ভাবনাতেই বেঁচে থাকা — এটাই যথেষ্ট রয়।
---
আরও গভীর, ছন্দময়, বা আধুনিক প্রেমের কবিতা চাইলে জানিও — রোমান্টিক, বিরহ, একতরফা প্রেম সবই লেখা যাবে। ❤️✍️
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?