10 w ·Tradurre

যে ঘরে খদখতাম নাতি-নাতনির হাসি,

আজ সেখানে নীরবতা, নেই কাকে ভালোবাসি।

 যে সন্তানদের জন্য দিয়েছি জীবনভর,

সে সন্তানরা পাঠিয়েছে আমায় বৃদ্ধাশ্রমের ঘর।



👦 ছেলে ফোনে বলে

বাবা, কাজের চাপে সময় পাই না আসতে তোমার কাছে,

কিন্তু তোমার খরচ দেব, কষ্ট হলেও পারবে তুমি থাকতে



👴 বাবা (দীর্ঘশ্বাস ফেলে বলে

টাকা দিয়ে হয় না সেবা, হয় না মমতা,

চাই শুধু একটু সময়, একটু আদরতা।

আমরা তো একদিন দিয়েছিলাম সবকিছু,

আজ কেন তুমি করলে আমার রিদয় ভাঙচুর  তবু তুমি সুখী হয় তুমি না আমার পুএ


👩 শিক্ষা 

বন্ধুরা, মনে রেখো—

মা-বাবা বৃদ্ধ হলে বোঝা নয়,  হয় আশীর্বাদ,

তাঁদের সাথেই  থাকলে সুখী হয় জীবনের প্রতিটা দিন-রাত।