স্বৈরাচারীর পতন হয়েছে, নির্যাতিত অসংখ্য আলেম জেলখানা থেকে মুক্তি পেয়ে পুনরায় ফিরে গিয়েছে মাহফিলের মুক্ত মঞ্চে, পরিস্থিতির কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হওয়া আলেমরাও ধীরে ধীরে ফিরছে নিজ মাতৃভূমিতে, পুনরায় সবাই কথা বলবেন মন খুলে ও নির্দ্বিধায়, এসবের জন্য আলহামদুলিল্লাহ!
কিন্তু কিন্তু কিন্তু একজনকে পুনরায় তাফসিরের মাহফিলে দেখার আশা আশাই থেকে গেলো বাংলার লাখো জনতার, স্বাধীনতার স্বাদ তিনি পেলেন না, বলতে পারলেন না মন খুলে কথা, শুনতে পারলাম না তার স্বর্গীয় মনোমুগ্ধকর বাণীগুলো, তিনি অপূরণীয়!
আমাদের একজন আল্লামা ছিলেন!
JHuma771
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Kader 11
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟