46 안에 ·번역하다

•নুক্তা কাকে বলে?

• নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী?

• এক নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী?

③ দুই নুক্তাযুক্ত হরফ কয়টি?

• তিন নুক্তাযুক্ত হরফ কয়টি?

• উপরে নুক্তা আছে এমন হরফ কয়টি ও কী কী?

• নিচে নুক্তা আছে এমন হরফ কয়টি ও কী কী?

• শূন্যস্থান পূরণ কর:

(ক) নুক্তাযুক্ত হরফ টি।

(খ) এক নুক্তাযুক্ত হরফ টি।

(গ) দুই নুক্তা হরফ টি।

(ঘ) নিচে নুক্তাযুক্ত হরফ টি।

(ঙ) নুক্তাবিহীন হরফ টি।

• সত্য / মিথ্যা নির্ণয় কর:

(ক) নুক্তাযুক্ত হরফ ১৪টি।

(খ) উপরে নুক্তাযুক্ত হরফ ১২০৮

(গ) মীম-এর উপরে এক নুক্তা।

(ঘ) নিচে নুক্তাযুক্ত হরফ তিনটি।

(ঙ) এক নুক্তাযুক্ত হরফ ১০টি।

• সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (√) দাও:

(ক) নুক্তাযুক্ত হরফ-১৩/১৪/১৫/১৬ টি।

(খ) ঝা-এর উপরে-১/২/৩/৪ নুক্তা।

(গ) নিচে নুক্তা আছে-বা / ফা/ নুন / কাফ-এর।

(ঘ) নুক্তাবিহীন হরফ-১৩/১৪/১৫/১৬ টি।

(ঙ) উপরে নুক্তা আছে-আলিফ / মীম / তা / ইয়া-এর।

11 시간 ·번역하다

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।

11 시간 ·번역하다

প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।

14 시간 ·번역하다

রূপা অনুভব করল, তার হৃদয়ে আরিফের জন্য এক বিশেষ স্থান তৈরি হয়েছে। তাদের মধ্যে প্রেমের এক অদ্ভুত টান গড়ে উঠল।

বছর শেষে, এক সন্ধ্যায়, আরিফ রূপাকে প্রস্তাব দিল। বৃষ্টির ধারায়, তারা দুজনেই একে অপরকে বলল, “আমরা একে অপরের জন্য তৈরি।” সেই রাতের বৃষ্টি তাদের প্রেমের সেলাইয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল। | ##রোমান্টিক গল্প

Read More
একদিন বৃষ্টির দিনে একটি ছোট গ্রামে, দুইজন পরিচিত হলো—রূপা ও আরিফ। রূপা ছিল এক শান্তশিষ্ট মেয়ে, আর আরিফ ছিল বেপরোয়া। তা
Other
একদিন বৃষ্টির দিনে একটি ছোট গ্রামে, দুইজন পরিচিত হলো—রূপা ও আরিফ। রূপা ছিল এক শান্তশিষ্ট মেয়ে, আর আরিফ ছিল বেপরোয়া। তা
রূপা এবং আরিফ একই কলেজের ছাত্র। তারা প্রথম দেখা করে কলেজের লাইব্রেরিতে, যেখানে রূপা একটি বই পড়ছিল। আরিফ

একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা
আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের
একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর
অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা
সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি
একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’

18 시간 ·번역하다

📚 উল্লেখযোগ্য গুণাবলি:

দয়া, ক্ষমাশীলতা, সততা, নম্রতা, পরিবারপ্রেম, নেতৃত্ব – সব ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বোত্তম উদাহরণ।

তিনি ছিলেন "আল-ইনসানুল কামিল" – পরিপূর্ণ মানুষ।