বিমানের সরঞ্জাম উৎপাদে সেরা কোম্পানি Safran | #safran #aerospace #aeroplane #company #aircraft #aviation
বিমানের সরঞ্জাম উৎপাদে সেরা কোম্পানি Safran | #safran #aerospace #aeroplane #company #aircraft #aviation
#21
এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করে উঠলো!
সে মনে মনে ভাবলো,'হায় হায়!যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি! তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!'
বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতই তৈরী করে চলেছি। কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের বেস্ট টার চেয়ে অনেক কম চেষ্টাটা করি,অনেক কম পরিশ্রমটা দেই।আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো।
---
💌 ভালোবাসা – হৃদয়ের নীরব সুর 💌
ভালোবাসা কোনো পরিকল্পনা করে আসে না। এটা হঠাৎ করেই জীবনের দরজায় কড়া নাড়ে, আর মনকে এক অজানা আনন্দে ভরিয়ে দেয়। ভালোবাসা মানে শুধু একসাথে সময় কাটানো নয়, বরং এমন এক গভীর অনুভূতি যেখানে শব্দের প্রয়োজন হয় না—চোখের ভাষাতেই সব বলা যায়।
যখন তুমি কাউকে ভালোবাসো, তার হাসি তোমার জন্য দিনের সেরা মুহূর্ত হয়ে ওঠে। তার একফোঁটা অশ্রুও তোমার হৃদয়কে কাঁপিয়ে দেয়। ভালোবাসা মানে হলো এমন একজনকে পাওয়া, যে তোমার সব দুর্বলতা জেনেও তোমাকে আঁকড়ে ধরে রাখে।
এটা নিঃস্বার্থ, কারণ এতে নিজের থেকে বেশি অন্যের সুখকে প্রাধান্য দেওয়া হয়। ভালোবাসা মানে স্বপ্ন ভাগাভাগি করা, প্রতিদিন নতুন করে সম্পর্ককে সাজানো, আর একে অপরের জন্য অটুট থাকা।
হাজারো মানুষের ভিড়ে সেই এক বিশেষ মানুষটাই তোমার পৃথিবী হয়ে ওঠে। ভালোবাসা মানে শুধু আজকের জন্য নয়, বরং আগামীকাল, আগামী বছর—চিরদিনের জন্য একসাথে থাকার প্রতিশ্রুতি।
দূরত্ব, সময় কিংবা পরিস্থিতি—সত্যিকারের ভালোবাসার পথে বাধা হতে পারে না। কারণ ভালোবাসা হলো এক অদৃশ্য বাঁধন, যা দুইটি হৃদয়কে চিরদিনের জন্য যুক্ত করে রাখে।
ভালোবাসা আসলে এক অন্তহীন গল্প, যা কখনো শেষ হয় না। যতদিন হৃদয় ধ্বনিত হবে, ততদিন ভালোবাসা তার মধুর সুরে বাজতেই থাকবে। ❤️
---
@আপনি আমাদের কোম্পানিতে পাঁচটি কাজ করে ইনকাম করতে পারবেন !
(১) ফর্ম ফিলআপ করে, একটি ফর্ম ফিলআপ করলে ১৫০ টাকা পাবেন ৫টি করলে ৭৫০ টাকা পাবেন আপনার যত ইচ্ছা করতে পারবেন ।
(২) ফটো এডিটিং করে ইনকাম করতে পারবেন একটা ফটো এডিট করলে ১৫০ টাকা পাবেন ,৫ টি ফটো এডিট করলে পাবেন ৭৫০ টাকা।
(৩) ভিডিও এডিটিং করে ইনকাম করতে পারবেন একটা ভিডিও এডিট করলে পাবেন ১৫০ টাকা করলে পাবেন ৭৫০ টাকা !
(৪) প্রোডাক্টস বিক্রি করে ইনকাম করতে পারবেন চাইলে নিজে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ।
(৫) প্রমোশনের মাধ্যমে মাসিক স্যালারিতে জব করতে পারবেন ।
@ এ ছাড়া প্রমোশনাল ভাবে কোর্স করতে পারবেন (*Microsoft excel*) ( *data Entry*) (*graphics design*) (*social marketing*)
*কাজ গুলো না জানলে ও সমস্যা নেই,,,আপনাকে কাজ গুলো ফ্রিতে শেখানো হবে*
ধন্যবাদ√√
করতে চাইলে ইনবক্স এ নক দেন
Iftekhar Rahat
コメントを削除
このコメントを削除してもよろしいですか?