45 ш ·перевести

কবর হলো আপন ঠিকানা🤍

6 часы ·перевести ·Youtube

💎💎 Amarfreelancr 💎

😱 মাত্র ৫০৳ দিয়ে একাউন্ট করে প্রতি দিন ইনকাম ৪৫ ৳ থেকে ৫০ টাকা 💸

🅰️ কোন রেফার লাগবে না উইথড্র করতে ❤️🔥

💫 মাত্র ২৫ ৳ হলে উইথড্র 🆘

💸 রেফার কমিশন ৫ জেনারেশন পর্যন্ত 😱
🆑রেফার কমিশন ৩০ টাকা 💸
🆘১ম জেনারেশন ৩০ টাকা
⭕ ২য় জেনারেশন ২ টাকা
♦️ ৩য় জেনারেশন ১ টাকা
🛑 ৪র্থ জেনারেশন ০টাকা
👨‍👩‍👧৫ম জেনারেশন ০ টাকা

✅সাইট লিংক 😬
🟢

🔛ভিডিও লিংক 😬

🔗

⭕ প্রতি দিন ইনকাম ৫০০-১০০০৳

💝লাইভ টিইম ইনকাম amarfreelancr থেকে
♦️ প্রতি দিন ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে  ইনকাম করুন ৫০০৳

💝 একটু কষ্ট হতে পারে আপনার জীবন সফলতা কারণ 🆑

🆘🛑 জে কোন সমস্যা আমকে ইনবক্স করুন ⭕🅰️

1 d ·перевести

বৃষ্টি থেমে গেলে, ভিজা ছাতাটা আমরা বাইরে রাখি।
কারণ সেটা ভেজা। ঘরের ভেতরে আনলে floor ভিজে যাবে। অসুবিধা হবে।

কিন্তু ছাতাটা বৃষ্টিতে আপনাকে ভিজতে দেয়নি।

আপনিও কি সেই ছাতার মতো সবাইকে শুধু দিয়েই যাচ্ছেন ?

Don’t be that umbrella.
যাকে শুধু কষ্টের সময়ে মনে পড়ে,
আর ভালো দিনে ভুলে যায়।

ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক সব কিছু একতরফা হলে সেটা হয়ে যায় ব্যবহার । আপনার মূল্যায়ন যদি কেও না করতে পারে তার থেকে দূরে সরে যাওয়া সবচেয়ে উত্তম।

মনে রাখবেন নিজেকে এমন কারো জন্য খরচ করবেন না,
যে আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে রাখে।

You deserve to be valued,
not Used !! ❤️

1 d ·перевести

কাউকে ভুলে যেতে চাইলে তার কাছ থেকে দূরে সরে জান,,, আর যদি দূরে সরে যেতে না পারেন তাহলে বুজে নিবেন আপনি তাকে কুন্দিন বুলতে পারবেন না

2 d ·перевести
🌱 ধৈর্য্য হলো সাফল্যের চাবিকাঠি। জীবনে আসা সকল পরীক্ষায় ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন। 🥰




💖 মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং বিপদাপদে পাশে থাকা একজন মুমিনের কর্তব্য। 🤗
3 d ·перевести

---

❤️ ভালোবাসা – অনন্তের পথে ❤️

ভালোবাসা এমন এক জিনিস, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। এটা কোনো সময়, বয়স বা অবস্থার বাঁধনে আটকায় না—বরং নিজের মতো করেই আসে, ঠিক তখনই যখন আমরা ভাবি, জীবনে সব কিছু ঠিকঠাক চলছে। হঠাৎ করেই সেই মানুষটি এসে জীবনের মানচিত্র বদলে দেয়, প্রতিটি সকাল নতুন অর্থে ভরে ওঠে।

যখন তুমি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসো, তখন তার তুচ্ছ অভ্যাসও তোমার কাছে মিষ্টি লাগে, তার প্রতিটি কথা তোমার মনে গেঁথে যায়। তার হাসি তোমার চোখে আলোর মতো ঝলমল করে, আর তার কান্না তোমার বুকের ভেতর কষ্টের ঢেউ তোলে।

ভালোবাসা শুধু সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া নয়, বরং কঠিন সময়ে একে অপরকে আঁকড়ে ধরা। এটা মানে হলো, ঝড় আসুক কিংবা রোদ ঝলমলে দিন হোক—তুমি পাশে আছো, আর সেই উপস্থিতিই সব থেকে বড় উপহার।

অনেকেই ভাবে ভালোবাসা শুধু রঙিন স্বপ্ন, কিন্তু আসলে এটা ধৈর্য, আস্থা আর সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। দূরত্ব, সময় কিংবা ভুল বোঝাবুঝি—সব কিছু জয় করতে পারে সত্যিকারের ভালোবাসা। কারণ যখন দুইটা হৃদয় একে অপরের প্রতি সত্যি হয়, তখন পৃথিবীর কোনো শক্তিই তাদের আলাদা করতে পারে না।

শেষমেষ ভালোবাসা হলো এমন এক যাত্রা, যার কোনো গন্তব্য নেই—শুধুই চলতে থাকা। আর সেই পথে হাত ধরে থাকা মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ❤️


---