ভীষণ মনে পড়ছে তোমায় আজ, মনে পড়ছে সেই মায়া ভরা মুখ, যেখানে একটুখানি হাসি দেখলেই দু’চোখে জেগে উঠতো সকাল।
তুমি জানো? আজও যদি হঠাৎ একটিবার দেখতে পেতাম তোমায়, চুপ করে তাকিয়ে থাকতাম — না, কিছু বলতাম না… শুধু মনের গভীরে জমে থাকা সব কথাগুলো চোখ দিয়েই বলে দিতাম।
তুমি সেই মানুষ— যে কখনো পুরোটা আমার ছিল না, তবুও আমার সমস্তটা তুমি নিয়েই নিয়েছিলে। রাস্তা ঘেঁটে গেলে আজও খুঁজি তোমার মতো মুখ, ভিড়ের ভেতরেও চোখ খোঁজে একটুখানি চেনা হাসি— যেটা একসময় শুধু আমার ছিল ভেবেছিলাম। তোমার ছায়াও যদি আজ সামনে থাকত, তবুও বুকের হাহাকারে হয়তো একটু শান্তি হতো। ভালোবাসা? হয়তো এখনো করি, হয়তো চিন্তারও করব না— তুমি ভুলে গেলে, আমি তো ভুলিনি… তোমার নামটা এখনো আমার নামের নিঃশব্দ যন্ত্রণায় জড়িয়ে আছে। তুমি ফিরবে না, আমি জানি… তবুও প্রতিটি সন্ধ্যায় মন বলে— হয়তো এবার, এবার তুমি ফিরে আসবে, ভীষণ মনে পড়ছে তোমায় আজ, 😔😔
Jannatul Ferdous
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟