আয়াত: ﴿رَّبِّ زِدْنِي عِلْمًا﴾ – সূরা ত্বাহা: ১১৪
উচ্চারণ: রাব্বি যিদনী ইলমা।
অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বৃদ্ধি করো।
ব্যাখ্যা: জ্ঞান এমন এক আলো, যা অন্ধকার দূর করে। ইসলামে জ্ঞান অর্জন শুধু বাধ্যবাধকতা নয়, বরং ইবাদত। জ্ঞান ছাড়া বিশ্বাস অন্ধ। আল্লাহর পথে শিখো, জানো, বুঝো— এতে তোমার ঈমান হবে দৃঢ়।
Gusto
Magkomento
Ibahagi