4 میں ·ترجمہ کریں۔

আয়াত: ﴿رَّبِّ زِدْنِي عِلْمًا﴾ – সূরা ত্বাহা: ১১৪
উচ্চারণ: রাব্বি যিদনী ইলমা।
অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বৃদ্ধি করো।
ব্যাখ্যা: জ্ঞান এমন এক আলো, যা অন্ধকার দূর করে। ইসলামে জ্ঞান অর্জন শুধু বাধ্যবাধকতা নয়, বরং ইবাদত। জ্ঞান ছাড়া বিশ্বাস অন্ধ। আল্লাহর পথে শিখো, জানো, বুঝো— এতে তোমার ঈমান হবে দৃঢ়।