সব আনন্দ ফুরালে সবাইকে ঠিকই
ফিরে আসতে হবে বেদনার কাছে।
এইসব দিন গত হলে সবাইকেই
দাঁড়াতে হবে মৃত্যুর সম্মুখে!
তবু ও তোমরা ভুলে যাও আজ।
আনন্দে ভুলে যাও-বেদনাকে!
বেঁচে থাকতে ভুলে যাও- মৃত্যুকে!
শোনো, কেউই ভালো থাকে না, বেদনাকে ছাড়া।
যেভাবে মৃত্যুর উপলব্ধি ছাড়া-
যে বাঁচে সে আসলে বাঁচে না, প্রতিনিয়ত মরে,,,!
처럼
논평
공유하다