#27
মাইকেল আর ডেভিড মরুভুমিতে পথ হারিয়ে ফেলেছে। এদিকে তেষ্টায়
দুজনেরই প্রাণ যায়-যায় অবস্থা। হাঁটতে-হাঁটতে হঠাৎ একটি মসজিদ
দেখতে পেল তারা।
মাইকেল বললঃ ঐ তো, একটা মসজিদ দেখা যাচ্ছে,
চলো সেখানে যাই। ডেভিড বললঃ হ্যাঁ, যাওয়া যায়। কিন্তু মুসলমান সেজে যেতে হবে।
নয়তো ওরা আমাদের সাহায্য না-ও করতে পারে! আমি বলব, আহমেদ!
কিন্তু মাইকেল নিজের নাম পাল্টাতে রাজি হলোনা।
যাই হোক, তারা দুজনেই মসজিদে গেল। ইমাম সাহেব তাদের পরিচয়
জানতে চাইলে মাইকেল নিজেকে মাইকেল বলে এবং ডেভিড
নিজেকে আহমেদ বলে পরিচয় দিল। ইমাম সাহেব তাদের বসতে দিলেন
এবং একজনকে ডেকে বললেনঃ মাইকেলের জন্য কিছু খাবার আর
পানি নিয়ে এসো।
তারপর ডেভিডের দিকে তাকিয়ে হাসিমুখে বললেন,
।
।
আহমেদ ভাই, রমজানুল মোবারক !!!
☄️🪔🦋🕌☄️সবাইকে রইল আমার তরফ থেকে জামা নাম মোবারক বিগত কিছুদিন আগে মসজিদে টাকা উত্তোলনের জন্য একটু বসে মসজিদের একটু কাজে হাত বাড়ালাম কতটুকু উপকার করতে পেরেছে কিনা জানিনা কিন্তু আত্মতৃপ্তি পেয়েছি এবং খুব ভালো লেগেছিল মনের ভিতর ফিলিংস জেগে ছিল সামনে কিছু করার ইচ্ছা এইরকম কিছু
☄️🪔🦋🕌☄️সবাইকে রইল আমার তরফ থেকে জামা নাম মোবারক বিগত কিছুদিন আগে মসজিদে টাকা উত্তোলনের জন্য একটু বসে মসজিদের একটু কাজে হাত বাড়ালাম কতটুকু উপকার করতে পেরেছে কিনা জানিনা কিন্তু আত্মতৃপ্তি পেয়েছি এবং খুব ভালো লেগেছিল মনের ভিতর ফিলিংস জেগে ছিল সামনে কিছু করার ইচ্ছা এইরকম কিছু
☄️🪔🦋🕌☄️সবাইকে রইল আমার তরফ থেকে জামা নাম মোবারক বিগত কিছুদিন আগে মসজিদে টাকা উত্তোলনের জন্য একটু বসে মসজিদের একটু কাজে হাত বাড়ালাম কতটুকু উপকার করতে পেরেছে কিনা জানিনা কিন্তু আত্মতৃপ্তি পেয়েছি এবং খুব ভালো লেগেছিল মনের ভিতর ফিলিংস জেগে ছিল সামনে কিছু করার ইচ্ছা এইরকম কিছু