45 Trong ·Dịch

সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

অভিমান মানুষের মনকে ক্ষণিকের জন্য ভারি করে তোলে, কিন্তু বেশি সময় ধরে রাখলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। প্রিয়জনের সঙ্গে মান-অভিমান ভালোবাসারই অংশ, কিন্তু যদি সেটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভালোবাসার জায়গা রাগ আর কষ্টে পরিণত হয়। অভিমানে না বলা কথা জমে থাকে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই সময় থাকতে অভিমান ভাঙিয়ে নেওয়া উচিত

একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা
আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের
একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর
অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা
সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি
একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’

🕊️ ইসলাম প্রচার ও হিজরত:

মক্কায় প্রচুর বিরোধিতার মুখে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন। এ সময় থেকেই হিজরি সন গণনা শুরু হয়।

মদিনায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করে এবং তিনি রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

1 d ·Dịch

আমার বাবা" নেই.!
'বাবা' ডাকটা আমার জীবন থেকে নিঃশেষ হয়ে গেছে! মন চাইলেও আর 'বাবা' ডাকতে পারি না.!! 💔💔💔💔