৪টা বছরের অপেক্ষাকে এতো সহজে কিভাবে শেষ করে দিলে? কত স্বপ্ন দেখতাম তেমায় নিয়ে ! কত কি না করলাম তোমার জন্য! কিন্তু এতো কিছুর পর ও তুমি অন্য মেয়েকে বিয়ে করে নিলে!
দোষ দেখালে আমাকে তোমার পরিবার মানবে না😃💔 । তোমাদের স্টাট্যাসের সাথে যাই না আমি। ।
তোমার মুখে এসব শুনে শুধু তাকিয়ে তোমাকে দেখছিলাম। এটাই কি সেই তুমি? যে কিনা সব সময় বলতো আমার পরিবার না মানলে আমরা পালিয়ে যাবো, তাও তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না,, সেই তুমি পরিবারের ইচ্ছেতে বিয়ে করলে, তোমার
পায়ে পরেও তোমাকে বোঝাতে পারলাম না। আমি তোমাকে ছাড়া কি ভাবে থাকবো,,, কতো কান্না করলাম তুমি শুনলে না,, শুধু বললে তোমার কিছুই করার নাই,, কিন্তু দেখো ৪ টা বছর আমি৷৷৷ তোমার জন্য আমার পরিবারের কতো মার খাইছি কতো কথা শুনছি তাও তো তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি নি🥹 তুমি চলে যার পর মানসিকভাবে, শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তুমি সব চোখে দেখলে, তবুও তোমার মন গলেনি।
শুনছি তুমি অনেক শখ করে এই বিয়েটা করেছো। আমি তোমায় জন্য দোয়া করি, তুমি ভালো থাকো,, কিন্তু নামাজে বসলে সেজদায় চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে - আমাকে এভাবে ভেঙে না দিয়ে গেলেও পারতে! ৪টা বছর নষ্ট করে দিলে আমার... তোমার শূন্য পকেটে পাশে ছিলাম, পূর্ণ করলে অন্য কাউকে...💔
এই কষ্টটা কাউকে বলতে পারি না। কারণ সবাইকে বড় মুখ করে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যাবে না কখনো । সেই মুখে আমি কিভাবে বলি তুমি চলে গেছো, তুমি অন্য কাউকে বিয়ে করছো🥹 সবাই কতো না করছে তোমার সাথে কথা বলতে, কারো কথা শুনি নাই,, তোমাকে বিশ্বাস করতাম, ভাবতাম তুমিও ভালোবাসো আমাকে কিন্তু আমি ভুল ছিলাম💔🥹 তোমার শেষ কথা ছিলো, আমাকে ভালোবাসলে আমাকে ভালো থাকতে দাও আমি আমার বউ নিয়ে ভালো আছি,, ওই কথা গুলো আমাকে মরে ফেলছিলো,,
তুমি কি ভাবে এমন হতে পারলে কষ্ট হয় নি আমার জন্য তোমার...????
~ তোমার তানু
Lima Akter
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Abu Hasan Bappi
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?