45 w ·Traducciones

অন্যের সফলতায় হিংসা না করে বরং
নিজও সফল হওয়ার রাস্তা খুঁজে বের করো।🖤

3 horas ·Traducciones

সবাই মিষ্টি নেওয়া হয়েছে বলে জানান তিনি ছিলেন একজন আদর্শ নেতা নিহত আহত করে দেন প্লিজ আমাকে ছেড়ে চলে যায় আর এই আইডিতে তেমন একটা ভিডিও ভাইরাল হেপাটাইটিস সি সি করছেন না কেন এইটা

3 horas ·Traducciones

সবাই মিষ্টি নেওয়া হয়েছে বলে জানান তিনি ছিলেন একজন আদর্শ নেতা নিহত আহত করে দেন প্লিজ আমাকে ছেড়ে চলে যায় আর এই আইডিতে তেমন একটা ভিডিও ভাইরাল হেপাটাইটিস সি সি করছেন না কেন এইটা

4 horas ·Traducciones

বাবা"

হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের
ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও
তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে
পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔

5 horas ·Traducciones

হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভাল আছ কোন ইনকাম করতে পেরেছ আমার তো মনে হয় না কেউ করেছ আমি এখনো পারি নাই

image
8 horas ·Traducciones

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image