এমন হওয়া উচিত আপনার হিজাব
১./ পুরো দেহ আবৃত করতে হবে
২./ সৌন্দর্য প্রকাশ উদ্দেশ্য হবে না
৩./ হিজাব হবে গাঢ় এবং পুরু
৪./ হিজাব হবে বেশ প্রশস্ত এবং ঢিলেঢালা
৫./ সুগন্ধি মাখা যাবে না তাতে যে পুরুষ পাস দিয়ে যাবে ও ওহ সুগন্ধির সুবাসে নজর কাটবে আর জাহান্নামী হবে।
৬./ বিধর্মীদের পোশাকের মতো হবে না হিজাব
৭./ পুরুষের পোশাকের মতো হবে না হিজাব
৮./ আকর্ষণীয় বা ফ্যাশন বানানো যাবে না হিজাবকে
হে রাব্বুল আলামিনী আল্লাহ উক্ত বিষয়গুলো মাথায়
রেখে আমাদের সকল বোন কে বুঝার জানার, তৌফিক দান করুন আমিন।
হেদায়েত দান করুক।। আমিন এমন হওয়া উচিত আপনার হিজাব।
Sadia Akter
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?