_____🦋🖤🌺_____
___𝙋𝙚𝙤𝙥𝙡𝙚 𝙙𝙤𝙣'𝙩 𝙡𝙤𝙫𝙚 𝙖𝙨 𝙢𝙪𝙘𝙝 𝙖𝙨 𝙩𝙝𝙚𝙮 𝙨𝙝𝙤𝙬 𝙡𝙤𝙫𝙚 ❤️🩹🍒
____মানুষ যতটা ভালোবাসা দেখায়,আসলে ততটা ভালোবাসে না❤️🩹🍒
______🦋🖤🌺_____ #omorbishwas
_____🦋🖤🌺_____
___𝙋𝙚𝙤𝙥𝙡𝙚 𝙙𝙤𝙣'𝙩 𝙡𝙤𝙫𝙚 𝙖𝙨 𝙢𝙪𝙘𝙝 𝙖𝙨 𝙩𝙝𝙚𝙮 𝙨𝙝𝙤𝙬 𝙡𝙤𝙫𝙚 ❤️🩹🍒
____মানুষ যতটা ভালোবাসা দেখায়,আসলে ততটা ভালোবাসে না❤️🩹🍒
______🦋🖤🌺_____ #omorbishwas
মুখে বলোনি,
অথচ দিব্যি ব্যবহারে বুঝিয়েছো, আমি তোমার কেউ নই! অবহেলা-অনাদরে ফেলে রেখে দিনের পর দিন নিঃসঙ্গতার আঁধারে ডুবিয়ে দিয়ে তুমি দূরে থেকেছো!
মুখে বলোনি,
আমাকে তোমার আর ভালো লাগে না। আমি অবুঝ নই। তুমি আগ্রহ হারিয়ে বসে আছো, আমি দিব্যি টের পেয়ে যাই। তুমি তো ভালোবেসে কাছে আসোনি। ভালোবেসে কাছে আসলে, দূরে থাকা যায়? যায় না।
স্বীকার করোনি,
শুধু তোমার মৌনতা আমাকে বুঝিয়েছে, তুমি আসলে ক্লান্ত। আমার এই অতিরিক্ত আবেগ, অতিরিক্ত তোমাকে কাছে পাওয়ার লোভ- তোমাকে পীড়া দিচ্ছে ভীষণ! জিজ্ঞেস করেছি, তুমি আসলে কী চাও? কোনো উত্তর দাওনি। আমি বুঝে গেছি, তুমি আর আমায় চাইছো না।
ভালোবাসোনি,
অথচ দিনের পর দিন ভনিতার খেলায় মেতে উঠেছো আমায় পরাজিত করতে। আমাকে কি সত্যি হারাতে পেরেছো? নাকি মনের অজান্তেই আমায় হারিয়ে ফেললেিপ চিরতরে?
স্বীকার করোনি,
তোমার এইসব ব্যস্ততার অজুহাত, আমাকে ম্যাচুরিটি শেখানো, আবেগ কমাতে বলা, যোগাযোগহীনতায় রেখে মাঝে মাঝে নিয়মরক্ষা করতে খুদে বার্তায় জানান দেয়াটা আসলে ভালোবাসা নয়। অবসর সময়ে বিনোদন নেয়া মাত্র।
সংগৃহীত