45 ভিতরে ·অনুবাদ করা

ছেলেদের ← জন্য ১০টি কাজ হারাম

১) হাত-পায়ে মেহেদী লাগানো।

২) নিরেট এক কালারের লাল ও হলুদ রঙের কাপড় পরিধান করা।

৩) ফ্যাশনের জন্য নাক-কান ফোঁড়া করা।


৪) প্রাপ্তবয়ষ্কদের হাফপ্যান্ট পরিধান করা।

৫) চুল-দাঁড়িতে কালো রঙ লাগানো।


৬) স্বর্ণ ব্যবহার করা।

৭) টাখনুর নিচে প্যান্ট, জুব্বা পরিধান করা =

৮) সিল্কের কাপড় পরিধান করা।

৯) নারীদের মত চুলকে লম্বা রাখা।

১০) নারীদের মত পোশাক পরিধান করা ও তাদের অনুকরণে সাজসজ্জা গ্রহণ করা।

2 ঘন্টা ·অনুবাদ করা

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 ঘন্টা ·অনুবাদ করা

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 ঘন্টা ·অনুবাদ করা

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 ঘন্টা ·অনুবাদ করা

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

5 ঘন্টা ·অনুবাদ করা

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।