চুপ থাকার ৫ টি ফজিলত
১)। রাসুল (সঃ) বলেছেন, "যে তার জবান ও যৌন জীবনের যামিন হতে পারবে, আমি তার জান্নাতের যামিন হবো।" (বুখারী শরিফ)
২)। রাসুল (সঃ) বলেন, "জিহ্বা মানুষের অধিকাংশ পাপের মূল।"
৩)। রাসুল (সঃ) বলেন, "চুপ থাকা একটি ইবাদত।" চুপ থাকা হলো আলেমের সৌন্দর্য্য আর জাহেলের পর্দা। (মুসনাদুল ফিরদাউস)
৪)। রাসুল (সঃ) আরও বলেছেন, যে চুপ থাকলো সেস নাজাত পেল! (তিরমিযি: ৫০১)
৫)। কোন সাহাবি বলেছেন, চুপ থাকার জন্য আমি কখনো লজ্জিত হয় নি, বরং কথা বলার কারনেই অনেক বার লজ্জিত হয়েছি।
JHuma771
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?
Sadia Akter
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?