আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি
আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন... আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দি/বান্দা সুখে নেই, আপনার বান্দি/বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দির রিদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দি এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করেছি আমার বান্দি যা তার জীবন থেকে হারিয়েছে এর চে উত্তম জিনিস তাকে এনে দিব....!!! যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!
সুবহান আল্লাহ।।
Sadia Akter
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?