এই সেই অবাধ্য স্ত্রী
ছবিতে ইনি একজন নবীর অবাধ্য স্ত্রী। নবীর স্ত্রীর যদি এই হাল হয় আমরা তো সাধারণ বন্দা।
“লূত (আঃ) এর স্ত্রী কিন্তু সমকামি ছিলেন না, কিন্তু লিবারেল ছিলেন, সমকামিতার প্রতি তার সমর্থন ছিল। তিনি তাদেরও অধিকারের স্বীকৃতি দিতেন। ফলাফল, নবীর স্ত্রী হওয়া
সত্ত্বেও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন।। এবং পাথর বানিয়ে রেখেছেন আমাদের জন্য নিদর্শন হিসেবে। আল্লাহ আমার দেশকে এমন
পাপাচারের হাত থেকে রক্ষা করুন।
