একটা কথা জানেন,আমি মসজিদে লেখা দেখছি.! মসজিদে লেখা আছে'জান্নাত মিলে.! মন্দিরে লেখা আছে,মঙ্গল মিলে.!বিদ্যালয়ে লেখা আছে শিক্ষা লিখে.!কিন্তু আমি কোথাও,আপনার লেখা পাইলাম না.! যে খানে গেলে আপনাকে পাবো।
হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔