يشاهد
أحداث
مدونة
السوق
الصفحات
أكثر
শিক্ষা এমনই এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না। যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে স্বশিক্ষিত।
📚 উল্লেখযোগ্য গুণাবলি: দয়া, ক্ষমাশীলতা, সততা, নম্রতা, পরিবারপ্রেম, নেতৃত্ব – সব ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বোত্তম উদাহরণ। তিনি ছিলেন "আল-ইনসানুল কামিল" – পরিপূর্ণ মানুষ।
🕋 বিদায় হজ ও মৃত্যু: ১০ হিজরিতে তিনি বিদায় হজ করেন এবং সেখানে মানবতার জন্য চূড়ান্ত উপদেশ দেন। ১১ হিজরি, ৬৩ বছর বয়সে, তিনি ইন্তেকাল করেন (৬৩২ খ্রিষ্টাব্দ)।
🕊️ ইসলাম প্রচার ও হিজরত: মক্কায় প্রচুর বিরোধিতার মুখে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন। এ সময় থেকেই হিজরি সন গণনা শুরু হয়। মদিনায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করে এবং তিনি রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
📜 নবুয়ত প্রাপ্তি: ৪০ বছর বয়সে, হেরা গুহায় ধ্যান করার সময় জিবরাইল (আঃ) প্রথম ওহি নিয়ে আসেন। এটাই ছিল কুরআনের প্রথম আয়াত: > "ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক..." এরপর ধাপে ধাপে কুরআন অবতীর্ণ হতে থাকে এবং তিনি ইসলাম প্রচার শুরু করেন।
تحميل أكثر
أنت على وشك شراء العناصر، هل تريد المتابعة؟
Ismail Khan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟