שעון
אירועים
בלוג
שׁוּק
דפים
יותר
আমি তোমার প্রিয় hello হতে চাই। ও ও হো দুর্ভাগ্য বশত আমি তোমার কঠিন good byy.😆
প্যরা নাই চিল 😎আকাশের রং নীল😁বিয়ের পর আমি মার্কেট করবো😊😊আমার বউ দিবো বিল 😁😁না দিলে ধইরা দিমু কিল😁😁
তোমার যদি কোন স্বপ্ন দেখার সামর্থ্য থাকে , তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো।
একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’
📜 নবুয়ত প্রাপ্তি: ৪০ বছর বয়সে, হেরা গুহায় ধ্যান করার সময় জিবরাইল (আঃ) প্রথম ওহি নিয়ে আসেন। এটাই ছিল কুরআনের প্রথম আয়াত: > "ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক..." এরপর ধাপে ধাপে কুরআন অবতীর্ণ হতে থাকে এবং তিনি ইসলাম প্রচার শুরু করেন।
טען עוד
אתה עומד לרכוש את הפריטים, האם אתה רוצה להמשיך?